Father’s Day & International Yoga Day Celebration on 21.06.2020

সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী ২১-০৬-২০২০ (রবিবার) Father’s Day এবং International Yoga Day। এতদুপলক্ষ্যে উক্ত দিনে তোমরা সকলে নিজ নিজ বাড়ী থেকে Father’s Day এবং International Yoga Day পালন করবে।

এই উপলক্ষ্যে তুমি তোমার বাবাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে নানা রকম গ্রিটিংস কার্ড, ব্যাচ তৈরী করে বাবাকে উপহার দিতে পারো অথবা বাবাকে উদ্দেশ্য করে দু-চার কথা বলতে পারো, কবিতা বা গান করে তার ভিডিও ও ছবি আমাদের Whats App নাম্বারে পাঠাতে পারো।

উক্ত দিনেই বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে তোমরা বিভিন্ন রকম যোগ ব্যায়াম করে তার ভিডিও ও ছবি আমাদের Whats App নাম্বারে পাঠাতে পারো।

বি.দ্র .- ২০-০৬-২০২০( শনিবার) তারিখ সকালের মধ্যে আমাদের পাঠাতে হবে এবং সমস্ত ছবি ও ভিডিও তোমরা যথাযথ বিদ্যালয়ের পোশাক পরে তুলবে।