National Doctor’s Day Celebration

বিশ্ব মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত ডাক্তার ও চিকিৎসা কর্মীদের অবদান অনস্বীকার্য। তাই উনাদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আগামী ০১-০৭-২০২০ (বুধবার) National Doctor’s Day দিনটি আমরা পালন করব। উক্ত দিনে উনাদের সম্মানার্থে তোমরা প্রত্যেকে কার্ড ও বিভিন্ন রকম ব্যাচ তৈরি করে তোমার পাশাপাশি কোনো ডাক্তার বা চিকিৎসা কর্মীকে প্রদান করবে এবং তার ছবি আমাদের তুলে পাঠাবে।


বি.দ্র- সমস্ত ছবিই তোমরা বিদ্যালয়ের পোশাক পরে তুলবে।