Notice for Celebration of Kargil Vijay Diwas

২৬শে জুলাই – কার্গিল বিজয় দিবস

আর চার পাঁচটা অন্যান্য দিবস উদযাপনের মতো এটি সেরকম সাধারণ দিবস নয় আমাদের ভারতবাসীর কাছে। এটি আমাদের কাছে যেমন বিশেষভাবে স্মরণীয় একইভাবে শোকেরও। এটা এমন একটা দিন যেদিন ভারতের বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সাথে শহীদ হয়েছিলেন। সেই বলিদানকে শ্রদ্ধা জানিয়েই প্রতিবছর এই দিনটি ভারতবাসীর মননে ফিরে আসে এবং তা আমরা শ্রদ্ধা পূর্বক পালন করে থাকি।

আগামী ২৬শে জুলাই আমরা কিডস্ কেয়ার স্কুল এর তরফ থেকে এই দিনটিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই এবং সেখানে তোমাদের সকলের উদ্যোগ ও অংশগ্রহণ বিশেষভাবে কাম্য। এই চিরস্মরণীয় দিনটিকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে তোমাদের তরফ থেকে যেটুকু সম্ভব তোমরা উপস্থাপন করবে এমনই আশা রাখব। দেশাত্মবোধক গান, নৃত্য প্রদর্শন, আঁকা বা অন্যান্য যে কোনো শিল্পকলার মাধ্যমে তোমরা তোমাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পারো।

আগামী ২৪শে জুলাই এর মধ্যে তোমরা তোমাদের করা ছবি, গান, নাচ বা কবিতা পাঠ- এর ভিডিও আমাদের পাঠাবে হোয়াটস্ অ্যাপ মাধ্যম এর মাধ্যমে।